ডিএমপি নিউজঃ চোরাই কাভার্ড ভ্যান ও বিদেশ থেকে আমদানীকৃত বিপুল পরিমান প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামালসহ চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন ও বেলাল হোসেন শিবলু।
ডিবি সাইবার এর একটি বিশেষ টিম গত ১৭ জুলাই, ২০২১ তারিখ হতে ধারাবাহিক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে তাদেরকে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত হতে ১টি কাভার্ড ভ্যান ও সৌদিআরব থেকে আমদানীকৃত ৩৩৪ বস্তা (প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ৮৩৫০ কেজি) প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।
আজ ১৯ জুলাই, ২০২১ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্য যা সাধারণত ট্রাক ও কাভার্ড ভ্যানে পরিবহন করা হয় সে সকল মালমাল ট্রাক/কাভার্ড ভ্যানসহ চুরি করত। তারা উক্ত চুরি সফল করার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে। উক্ত চক্রের একজন দক্ষ ড্রাইভার। সে নিজের আসল পরিচয় গোপন করে ট্রাক বা কার্ভাড ভ্যানের হেলপার হিসেবে কাজ নেয়। পরবর্তী সময়ে সুযোগ বুঝে মালামালসহ গাড়ী নিয়ে পালিয়ে যায়। উক্ত কাজের সময় সে একটি নতুন মোবাইল ও সিম ব্যবহার করত, যাতে চুরি সম্পন্ন করার পরে কেউ তাকে সনাক্ত করতে না পারে। উক্ত মোবাইল ফোন দিয়ে সে পরিবার, আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ না করে শুধুমাত্র উক্ত চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করত। তারা চুরি করা মালামাল গোপন জায়গায় লুকিয়ে রাখতো এবং অল্প অল্প করে বিক্রি করতো।
ড্রাইভার ও হেলপার নিয়োগের ব্যাপারে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা তাদের এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, ছবিসহ বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ বা এজেন্সীদের প্রতি আহ্বান জানান। প্রয়োজনে আধুনিক প্রযুক্তি জিপিএস লাগানোর জন্য অনুরোধ করেন।
এছাড়া কোন ঘটনা ঘটার পর এজেন্সী কর্তৃপক্ষ বা ট্রাক ভাড়াকারী যেন অপরাধীদের সাথে সমঝোথায় না যেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা নেয়ার জন্য আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।