ডিএমপি নিউজ: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ তেজগাঁও থানা পুলিশ ৬ জন, পল্টন থানা পুলিশ ৪ জন ও ২ জনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ ।
তেজগাঁও থানা কর্তৃক গ্রেফতারকৃতদের নাম-মোঃ রাসেল, মোঃ হাসান, মোঃ ফয়সাল, ইমন ইসলাম মাসুদ, জনি ও আজিজুর।
পল্টন মডেল থানা কর্তৃক গ্রেফতারকৃতদের নাম-মোঃ রিয়াদ মাহমুদ রিয়াদ, মোঃ রুমান, মোঃ ফোরকান ও মোঃ জিয়াউর রহমান।
সূত্রাপুর থানা কর্তৃক গ্রেফতারকৃতরা হলো-মোঃ মনছুর আলী ও মোঃ শহিদুল মোল্লা।
তেজগাঁও থানার এসআই প্রদ্যুৎ কুমার ডিএমপি নিউজকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি, ২০২০ তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া জুয়েলারী প্রডাক্টসহ রাসেল, হাসান, ফয়সাল, ইমন, জনি ও আজিজুরকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানার এসআই কামরুল হাসান ডিএমপি নিউজকে জানান, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০.৩০টায় শান্তিনগর এলাকা থেকে চোরাইকৃত বিভিন্ন কোম্পানীর ৩৬ টি মোবাইল উদ্ধারসহ রিয়াদ, রুমান, ফোরকান ও জিয়াউরকে গ্রেফতার করা হয়।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪.৩০টায় কোতোয়ালী থানার খোলাডাঙা এলাকায় অভিযান পরিচালনা করে গাড়ির সিট গিয়ারের বক্স ২০টি ও রিডিং রাইট বক্স ৪টিসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানার মামলা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।