ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরা থেকে চুরি হওয়া সিএনজি মুন্সিগঞ্জ থেকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আজিজুল কাজি ও মোঃ মান্নান খা।
শুক্রবার (২৯ এপ্রিল ২০২২) বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে দশটায় উত্তরার ১১ নং সেক্টরের কাঁচাবাজারের সামনে থেকে একটি সিএনজি চুরি হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল সিএনজি মালিকের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি চুরি মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে ডিবি উত্তরা বিভাগ।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ-ঢাকা সড়কের মুক্তারপুর ডিঙ্গাভাঙ্গা রাস্তার সংযোগস্থল থেকে মোঃ আজিজুল কাজি ও মোঃ মান্নান খা নামের দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া সিএনজিটি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।