ডিএমপি নিউজ : রাজধানীর বারিধারা ডিওএইচএস এর একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও গৃহকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ। তার নাম মনোয়ারা বেগম।
ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুর রহমান।
এজাহারের বরাত দিয়ে অফিসার ইনচার্জ বলেন, গত ১৪ ডিসেম্বর বারিধারার ডিওএইচএস এর একটি বাসা থেকে ২৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় বাসার মালিকের অভিযোগের প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর একটি মামলা রুজু হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় অভিযান পরিচালনা করে গৃহকর্মী মনোয়ারাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ওই বাসা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনোয়ারাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান পুলিশের এই কর্মকর্তা।