ডিএমপি নিউজঃ রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো বৃষ্টি ও লাকী আক্তার।
বুধবার (১২ জানুয়ারি ২০২২) মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া ৩৯ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের চেইন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, বুধবার (১২ জানুয়ারি ২০২২) ধানমন্ডি মডেল থানার ১২ নং রোডের একটি বাসায় ৪টি স্বর্ণের হার, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ১০টি স্বর্ণের চেইনসহ মোট ৩৩.৫ ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে উত্তরা জোনাল টিম। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রায়ের বাজার সুলতানগঞ্জ বাইতুল আসাদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।