দামি গাড়ি চুরি করতে গিয়েছিল চোর। তবে ভুল করে দরজা লক করে ফেলায় ভেতরে আটকা পড়ে নিজেই। এরপর পালানোর কোনো উপায় পাচ্ছিল না সে। শেষ পর্যন্ত সেখান থেকে উদ্ধার পেতে পুলিশকেই ফোন করতে হয়।
গত সোমবার নরওয়ের ট্রোনডেলগ শহরে মজার এই ঘটনাটি ঘটেছে।
রাতেই গাড়িটি চুরি করতে গাড়ির শো রুমে ঢুকেছিল সেই কিশোর চোর। এরপর গাড়িটি লক হয়ে যায়।
গাড়ি থেকে বের হতে না পেরে সকাল ৮ টার দিকে ১৭ বছর বয়সী ওই চোর পুলিশকে ফোন করেন।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। তাকে দ্রুত উদ্ধার করে সরাসরি তাকে থানায় নিয়ে চলে যায় পুলিশ। এরপর ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাটি টুইটে শেয়ার করেছে ট্রোনডেলগ পুলিশ। সেখানে পুলিশ জানিয়েছে, সকাল ৮টায় এক ব্যক্তি ফোন করে জানান, ডিলারের কাছ থেকে গাড়ি চুরি করতে এসেছিলেন তিনি। এরপর দেখা যায় কিশোর বয়সী চোর একটি গাড়ির ভেতর আটকে আছে। তাকে উদ্ধার করা হয়েছে।