কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানি ওপেনএআই জানিয়েছে, তাদের চ্যাটবট চ্যাটজিপিটিতে ২০ কোটিরও বেশি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এ প্রবৃদ্ধিকে উল্লেখযোগ্য বলছে কোম্পানিটি, কারণ এটি গত শরৎ মৌসুমে চ্যাটবটের ব্যবহারকারীর সংখ্যার দ্বিগুণ। খবর রয়টার্স।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান গত নভেম্বরে বলেছিলেন, ২০২২ সালে চালু হওয়া চ্যাটজিপিটি ব্যবহারকারীর নির্দেশের ওপর ভিত্তি করে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ওই সময় তিনি জানান, ১০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে চ্যাটজিপিটির। এখন প্রতি সপ্তাহে ২০ কোটিরও বেশি মানুষ এ চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করছে। অর্থাৎ সেবাটির প্রতি মানুষের আগ্রহ ক্রমে বাড়ছে।
কোম্পানিটি জানিয়েছে, ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯২ শতাংশ তাদের এ সেবা ব্যবহার করছে। এর মানে হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০টি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর প্রায় সবক’টিই তাদের কাজে ওপেনএআইয়ের প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে। এছাড়া চলতি বছর জুলাইয়ে জিপিটি ফোরও মিনি প্রকাশের পর থেকে ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার দ্বিগুণ হয়েছে।তথ্যসূত্র:বনিকবার্তা