ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইতিহাসে অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় আজ বুধবার রাত ১টায় ম্যাচটি শুরু হবে ।
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল। তাদের ধারেকাছেও কেউ নেই। রেকর্ড ১৭ বার ফাইনাল খেলা দলটির সামনে আজ আরও একবার ইতিহাসে দিকে এগিয়ে যাওয়ার পালা। সব রেকর্ড সংখ্যাকে আরেক ধাপ বাড়িয়ে নেওয়াই এখন দলটির ধ্যান-জ্ঞান জুড়ে।
রিয়ালের তুলনায় বায়ার্ন কিছুটা পিছিয়ে থাকবে অবশ্যই। জার্মান বুন্দেসলিগায় গত তিন মাসে পাঁচটি ম্যাচ হেরেছে তারা। মাঝে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয়ও হেরেছিল লাৎসিওর মাঠে। একক ম্যাচ হিসেবে মোট ২৭ বার দেখা হয়েছে দুই দলে, যার ১২টি জিতেছে রিয়াল, ১১টি জয় বায়ার্নের, বাকি চারটি ড্র। ঘরের মাঠে সবশেষ সাতবারের দেখায় ছয়টিতেই জয়ী রিয়াল, অন্যটি ড্র।
খেলোয়াড়দের মধ্যে লড়াইটা হবে ভিনিসিউস জুনিয়র ও হ্যারি কেইনের মধ্যে। এবারের আসরে ভিনিসিউস জালের দেখা পেয়েছেন পাঁচবার, অ্যাসিস্ট চারটি। এদিকে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে চলেছেন কেইন। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলেও জড়িয়ে কেইনের নাম। কিলিয়ান এমবাপ্পের সমান আটটি গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার।
দুই দলের কোচদের মধ্যে রেকর্ডের হাতছানি বায়ার্নের টমাস টুখেলের সামনে। আজ জিততে পারলে প্রথম কোচ হিসেবে ভিন্ন তিন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার কীর্তি গড়বেন টুখেল। আর প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি (৫ বার) ফাইনাল খেলার রেকর্ডটি আগে থেকেই কার্লো আনচেলত্তির। এবার সেটা বাড়িয়ে সুযোগ।তথ্যসূত্র:রাইজিংবিডি