শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে ঠিক হয়ে গেলো কোয়ার্টারের লাইনআপ। ড্র শেষে হাইভোল্টেজ ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি।
২০০৭/০৮ মৌসুমের সেমিফাইনালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের দুই লেগের কোনো নকআউট ম্যাচে দেখা হচ্ছে বার্সেলোনা ও ইউনাইটেডের। সেবার পল স্কোলসের একমাত্র গোলে ফাইনালে গিয়েছিল ইউনাইটেড। আর ২০০৯ ও ২০১১ সালের দুটি ফাইনালে লিওনেল মেসির গোলে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা। দুই লেগের নকআউট পর্বে দুই দলের প্রথম দেখাতেও জয়ী দলের নাম অবশ্য ইউনাইটেডই (১৯৮৩-৮৪ মৌসুম)।
স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হোম ভেন্যু ওয়ান্দা মেট্রোপলিটনে ১ জুন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। কোয়ার্টারের ম্যাচগুলো হবে ৯-১০ এপ্রিল এবং ১৬-১৭ এপ্রিল।
কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি/লিভারপুল যেই জিতুন তারা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে জুভেন্টাস কিংবা আয়াক্সকে। অন্যদিকে বার্সেলোনা কিংবা ম্যানইউ যে-ই জিতুক সেমিফাইনালে তারা পাবে লিভারপুল কিংবা পোর্তকে।
দেখে নেব কোয়ার্টারের লাইনআপ
আয়াক্স বনাম জুভেন্টাস
লিভারপুল বনাম পোর্তো
টটেনহাম বনাম ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড