গতকাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচে গোল হয়েছে ৭ টি, তবে শেষ হাসি হেসেছে ম্যান সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে পেপ গার্দিওলারম্যান সিটি। ম্যাচের ২ মিনিটেই কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় তারা। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জেসুস।
এরপর ৩২ মিনিটে করিম বেনজেমার গোলে খেলায় ফেরে রিয়াল। এরপর আক্রমন পাল্টা আক্রমনের খেলায় শেষ পর্যন্ত জয় পায় ম্যান সিটি। সিটির হয়ে বাকি দুই গোল করেন ফোডেন ও সিলভার। রিয়ালের বাকি দুই গোলের আর একটি করেন বেনজেমা এবং অপরটি করেন ভিনিসিয়াস জুনিয়র।