চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনকে রীতিমত বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যান সিটি।
গতকাল (বুুুববার) অনুষ্ঠিত এই ম্যাচের ৭ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
রিয়াদ মাহারেজ ও জুলিয়ান আলভারেজ করেন একটি করে গোল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-জি’র শীর্ষস্থান ধরে রাখলো ম্যানচেস্টার সিটি।