চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূণ ম্যাচে শাখতার দোনেস্ককে ২-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
গতকাল (বুববার) অনুষ্ঠিত এই ম্যাচের ১৩ মিনিটে রডরিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
৩৯ মিনিটে একটি গোল পরিশোধ করে শাখতার দোনেস্কক। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-এফ’র শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ।