ডিএমপি নিউজঃ চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের ম্যাচে প্রথমবার কোন নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের স্টিফানি ফ্র্যাপার্ট। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এ তথ্য জানায়।
বুধবার(২ ডিসেম্বর) তুরিনের জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভের ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট। প্রথমবরের মত ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে কোন নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।
ফ্রান্সের ৩৬ বছর বয়সী এই রেফারি ইতোমধ্যেই ফ্রেঞ্চ শীর্ষ লিগে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করেছেন। ২০১৯ সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির ম্যাচটিতেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে ইউরোপা লিগেও রেফারি হিসেবে তার অভিষেক হয়।