বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এবং তার বান্ধবী আনতোনেল্লার রোকুজ্জোর জমজমাট বিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে গতকাল। মেসি এবং তার বান্ধবীর জন্মস্থান রোজারিওতেই অনুষ্ঠিত হলো বিয়ের অনুষ্ঠান।
তারকা ফুটবলার এবং সেলিব্রিটিদের উপস্থিতিতে রোজারিওর সিটি সেন্টার হোটেল কমপ্লেক্স এবং ক্যাসিনোয় অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো বিয়ের অনুষ্ঠানকি। ২৫ বছরের পরিচয়, ৮ থেকে ৯ বছরের প্রেম, দুটি সন্তান- অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মেসি-আনতোনেল্লা।
মেসির জমকালো বিয়ের অনুষ্ঠানটি দেখুন নানামুখি ছবিতে। যেখানে থাকছে উপস্থিত তারকা ফুটবলারদের ছবিও।
নববধু আনতোনেল্লা রোকুজ্জোর হাত ধরে লাল কার্পেটের ওপর দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন লিওনেল মেসি..
লাল কার্পেটে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিলেন মেসি-আনতোনেল্লা। এ সময় আনতোনেল্লার সাদা গাউন ঠিক করতে দেখা যাচ্ছে দুই সহকারীকে…
২৫ বছর আগে রোজারিওতেই দেখা হয়েছিল তাদের দু’জনের। ৫ বছর বয়সের মেসি এবং ৪ বছর বয়সের আনতোনেল্লা রোকুজ্জো। সেই থেকেই দু’জনের পথ চলা শুরু। যা এবার মিলে গেল একই মোহনায় এসে…
মেসির বিয়েতে সস্ত্রীক উপস্থিত বার্সার সাবেক তিন তারকা জাভি হার্নান্দেজ, সেস ফ্যাব্রেগাস এবং কার্লোস পুয়োল…
সব শঙ্কা উড়িয়ে মেসির বিয়েতে হাজির হয়ে গেলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং পপ গায়িকা শাকিরা..
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে একই ফ্রেমে বন্দি হলেন হ্যাভিয়ের মাচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, এজেকুয়েল লাভেজ্জিরা.
সেস ফ্যাব্রেগাস তার ফিয়ান্সি দানিয়েলা সিমান এবং স্যামুয়েল ইতো তার স্ত্রী জর্জেত্তেকে নিয়ে নিয়ে আলাদা আলাদা ছবির জন্য পোজ দিলেন…
বান্ধবী রোমারি ভেনচুরার সঙ্গে বার্সা ডিফেন্ডার জর্দি আলবা…
বান্ধবী সোফিয়া বালবিকে নিয়ে উরুগুইয়ান ফুটবলার এবং মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ…
বান্ধবী এবং সুপার মডেল কারিনা তাজেদাকে নিয়ে উপস্থিত হলেন মেসির জাতীয় দলের সতীর্থ এবং বন্ধু সার্জিও আগুয়েরো…
মেসির খুব ঘনিষ্ঠ বন্ধু হোসে পিন্টো এই ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। বিয়ের অনুষ্ঠান শুরুর আগের ছবি..
মেসির বিয়ের অনুষ্ঠান, আগত সেলিব্রিটি অতিথিদের এক নজর দেখার জন্য হোটেল সিটি সেন্টারের বাইরে ভক্ত-সমর্থকদের ভিড়…
