বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জন্মভূমি’। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর জানান ছবিটির পরিচালক প্রসূন রহমান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা-নাট্যকার রওনক হাসান ও মডেল সায়রা জাহান।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার অফিশিয়াল পোস্টার। তখন পরিচালক জানিয়েছিলেন চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ছবিটি তৈরি হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রওনক।
প্রসূন রহমান জানান, বিশ্বজুড়ে যে শরণার্থী সমস্যা তারই একটা রূপ উঠে আসবে এতে। এখানে প্রেম আছে, দেশপ্রেম আছে, আছে মানবিকতাও। শিগগিরই আমরা চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করব।
জানা যায়, গত ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এর কাজ চলেছে। এছাড়া বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে নাফ নদীতে। যে পথ দিয়ে শরণার্থীরা উখিয়ায় ঢুকেছে।