ডিএমপি নিউজ: রাজধানীর বঙ্গবাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার ও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ হৃদয়, মোঃ সজিব, মোঃ দুলাল ও মোঃ সাব্বির হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০টায় শাহবাগ থানাধীন ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এক ব্যক্তি তার পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিল। হঠাৎ কতিপয় দুষ্কুতিকারী তাদের হাতে থাকা চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের নিকট টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুষ্কুতিকারীরা ঐ ব্যক্তির নাকে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর দুষ্কুতিকারীরা মোবাইল ফোনটি নিয়ে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ছুরিকাঘাতে আহত লোকটি তার পরিচিত ব্যক্তির সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নেন।
অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, ভিকটিম শাহবাগ থানায় ছিনতাইয়ের বিষয়টি জানালে তাৎক্ষণিক অভিযানে নামে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শাহবাগ থানার বঙ্গবাজার এলাকা থেকে ছিনতাইকৃত মোবাইলফোনসহ হৃদয়, সজিব, দুলাল ও সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।