ডিএমপি নিউজ : তখন সময় শুক্রবার দিবাগত রাত ১:৩৫। মুগদা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দিকবিদিক দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ একজনকে চাকুসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তার নাম মোঃ রবিউল ইসলাম ওরফে হৃদয় ওরফে আজাদ।
মুগদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ পিপিএম ডিএমপি নিউজকে জানান, কয়েকজন লোক মুগদা স্টেডিয়াম এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো, শুক্রবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ আরো বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত রবিউলের নামে ইতোপূর্বে ছিনতাই, সিঁধেল চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। এবার ছিনতাইয়ের পূর্বে গ্রেফতার হওয়ায় তার নামে আরো একটি মামলা যুক্ত হলো।