ডিএমপি নিউজঃ রাজধানীতে ধারালো চাকুসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
০৩ এপ্রিল’১৭ সোমবার সন্ধ্যা ০৬.১০ টায় কোতয়ালী থানার টহল পুলিশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে বুড়িগঙ্গা নদীর পাড় হতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মোঃ অপূর্ব চৌধুরী (২০) ও মোঃ সোহাগ (২০) দ্বয়কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু হয়েছে।