বুধবার মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নির্দেশনা লঙ্ঘিত হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহী প্রধানের ওপর বর্তাবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যাংকিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সেই সঙ্গে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে।
এ প্রজ্ঞাপন এবং কার্যবিবরণীর মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে তাঁদের কাছ থেকে সব ধরনের নোট নিয়ে বিনিময়মূল্য দিতে বলা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন তফসিলি ব্যাংকের অনেক শাখা তাঁদের গ্রাহকদের ধাতব মুদ্রা এবং ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য দিতে অনীহা প্রকাশ করছে। জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে এ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
আরো জানা যায়, বেশ কয়েক বার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিছু তফসিলি ব্যাংকের শাখা মানছে না। এমন অভিযোগ কেন্দ্রীয় ব্যাংক আমলে নিয়ে এই কঠোর নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয়।