ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ রাজনৈতিক পটপরিবর্তনে বিপ্লবী ভূমিকা রেখেছে জেনারেশন জি। ছাত্র আন্দোলনে তারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। এবার সে জেনারেশন জি কিংবা জেন-জিরা আসছে ছোট পর্দার গল্পে। তাদের নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির একটি প্রোমো পোস্টার শেয়ার করেছেন তিনি। শিরোনাম ‘জেন জি—তুমি কে? আমি কে?’। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনায় রয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন।
নির্মাতা জানালেন, নাটকটি নির্মিত হবে রাজনৈতিক প্রহসনধর্মী ঘরানায়। যেখানে বিদ্রুপের মাধ্যমে কাহিনী আবর্তিত হবে।তথ্যসূত্র:বনিকবার্তা