চার বছর পর ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারালেন বড় বোন ভেনাস। এক সময় দুই বোনের লড়াই মানেই টান টান উত্তেজনা। তবে সময়ের সঙ্গে পুরো আলো কেড়ে নেন ছোট বোন সেরেনা। তার দুর্দান্ত ফর্মের কাছে পাত্তাই পেতেন না বড় বোনটি।
মা হওয়ার পর ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরেছেন সেরেনা। প্রথম দুই রাউন্ডে ভালোভাবেই জয় দিয়ে শুরু করেছিলেন সেরেনা। তবে সেরেনার খেলায় ছিল না আগের সেই ধার। আর সেই সুযোগটাই নিয়েছেন বড় বোন ভেনাস। সেরেনাকে ৬–৩, ৬–৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।