রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো মোঃ বাবুল ওরফে স্বর্ণকার বাবু (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন ওহাব কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, এক ব্যক্তি ওহাব কলোনী এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বাবুল ইয়াবা বেচাকেনার উদ্দেশে তার হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত মাদক কারবারি বাবুলের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ, কদমতলী, রমনা মডেল ও শাহজাহানপুর থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।