ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় হাঁকিয়ে বল হারিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জেসন হোল্ডারের করা বলে ইনিংসের ৪০.২তম ওভারে লং অনের ওপর দিয় ছক্কা হাঁকান এই অল রাউন্ডার, সেই বল গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরের জঙ্গলে।
টেলিভিশনে এই বল হারানোর দৃশ্য কয়েকবার দেখানো হয়। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে পাঁচটি উইকেট ও ১৬ বল হাতে রেখেই সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে দুর্দান্ত জয় দিয়ে ফাইনালে বাংলাদেশ। কাজটা দারুণভাবে সম্পন্ন করলেন মুশফিক-মিঠুন-মাহমুদউল্লাহরা।
অন্যদিকে কোনো ম্যাচ না জেতা আয়ারল্যান্ডের পয়েন্ট কেবল ২। শেষ ম্যাচে বাংলাদেশকে যদি তারা হারিয়েও দেয়, তবুও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ওপরে ওঠা সম্ভব নয়। যার ফলে ১৫ তারিখ বাংলাদেশ আর আয়ারল্যান্ড ম্যাচটি পরিণত হলো কেবল আনুষ্ঠানিকতায়।