গতকাল রবিবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাইলট হাইস্কুল মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর উপজেলা ওলামা পরিষদ আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক।
মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা আমিন বাজার তালিমুল ইন্সটিটিউট রিসার্স সেন্টারের পরিচালক মাওলানা মুফতি লুৎফর রহমান ফারায়েজী, মাওলানা মুফতি আব্দুল হামিদ, মাওলানা মুফতি রেজাউল করীম, মাওলানা মুফতি আব্দুল খালেক ও মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম ওয়াজ করেন।