ডিএমপি নিউজঃ গুলশানের হলি আর্টিসান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের জোগানদাতা হাদিসুর রহমান ওরফে সাগরের ৭দিনের এবং নব্য জেএমবি’র মূল সমন্বয়ক ও অর্থদাতা আকরাম হোসেন খান নিলয়ের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত । আজ বৃহস্পতিবার বিজ্ঞ সিএমএম আদালত এ আদেশ দেন।
ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত হাদিসুর রহমান ওরফে সাগরের ৭ দিনের এবং আকরাম হোসেন খান নিলয়ের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।
২১ মার্চ,২০১৮ রাত দেড়টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিসান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা। আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবি’র মূল সমন্বয়ক ও অর্থদাতা এবং গত ১৫ আগস্ট’১৭ রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী।
গ্রেফতারকৃতদের মধ্যে হাদিসুর রহমান সাগর জয়পুরহাটের সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে।