ডিএমপি নিউজঃ করোনা সচেতনতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ জনসাধারণের কল্যানার্থে গুলিস্থানে একটি বেসিন স্থাপন করেছে।
ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে পর্যাপ্ত পানি, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ এই বেসিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস ডিএমপি নিউজকে জানান ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী পিপিএম মহোদয় ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে সাধারণ মানুষের কল্যানার্থে বেসিনটি স্থাপন করেন।
ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ রফিকুল ডিএমপি নিউজকে বলেন, গুলিস্তান বাস টার্মিনাল দেশের গুরুত্বপূর্ণ একটি কর্মমূখর এলাকা। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়।
তিনি বলেন, বাসস্ট্যান্ডের লোকজন ও পথচারীসহ সাধারন যাত্রীগন গাড়িতে ওঠার আগে এবং গাড়ি থেকে নেমে হাত ধুয়ে জীবানু মুক্ত হতে পারেন এই উদ্দেশ্যে বেসিনটি স্থাপন করা হয়েছে।
এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে করোনা থেকে রেহাই পেতে সচেতনতামূলক লিফলেট বিলি করে।