পরপারে চলে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগতে থাকা রীতা রোববার সকালে লিভার বাস্ট হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পশ্চিমবঙ্গের টেলিভিশন সিরিয়ালের তিনি তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। নব্বই দশক থেকে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে দাপটের সঙ্গে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন রীতা। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘রাখি বন্ধন’ এর অন্যতম প্রধান চরিত্র ‘জেঠি মা’ চরিত্রে অভিনয় করে তিনি দুই বাংলাতেই বেশ সমাদৃত হয়েছেন। অসুস্থ অবস্থাতেও নিয়মিত সিরিয়ালগুলোতে অভিনয় চালিয়ে গেছেন এ অভিনেত্রী।
নব্বই দশকে টালিগঞ্জের স্বর্ণযুগে তিনি অভিনয় করেছেন ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুণ্ডা’, ‘চিরদিনই তুমি যে আমার’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায়। অঞ্জন দত্তের ‘দত্ত ভার্সেস দত্ত’ কিংবা ঋতুপর্ণ ঘোষের আলোচিত সিনেমা ‘পারমিতার একদিন’ এ অভিনয় করেও তিনি দর্শক নন্দিত হয়েছেন। তার মৃত্যুতে শোকে বিহ্বল টালিগঞ্জের চলচ্চিত্র পাড়া।
রীতা কয়রাল। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগতে থাকা রীতা রোববার সকালে লিভার বাস্ট হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের টেলিভিশন সিরিয়ালের তিনি তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী।
নব্বই দশক থেকে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে দাপটের সঙ্গে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন রীতা। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘রাখি বন্ধন’ এর অন্যতম প্রধান চরিত্র ‘জেঠি মা’ চরিত্রে অভিনয় করে তিনি দুই বাংলাতেই বেশ সমাদৃত হয়েছেন। অসুস্থ অবস্থাতেও নিয়মিত সিরিয়ালগুলোতে অভিনয় চালিয়ে গেছেন এ অভিনেত্রী।
নব্বই দশকে টালিগঞ্জের স্বর্ণযুগে তিনি অভিনয় করেছেন ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুণ্ডা’, ‘চিরদিনই তুমি যে আমার’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায়। অঞ্জন দত্তের ‘দত্ত ভার্সেস দত্ত’ কিংবা ঋতুপর্ণ ঘোষের আলোচিত সিনেমা ‘পারমিতার একদিন’ এ অভিনয় করেও তিনি দর্শক নন্দিত হয়েছেন। তার মৃত্যুতে শোকে বিহ্বল টালিগঞ্জের চলচ্চিত্র পাড়া।