ডিএমপি নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচণার মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অবন্তিকার এক সহপাঠীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিক আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। গতকাল শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা গত ১৫ মার্চ রাত দশটার দিকে কুমিল্লার কোতোয়ালী মডেল থানাধীন বাগিচাগাঁও তার নিজ বাসায় আত্মহত্যা করেন। অবন্তিকা আত্মহত্যার পূর্বে তার মৃত্যুর জন্য তার সহপাঠী রায়হান সিদ্দিক আম্মান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে একটি সুইসাইড নোট তার নিজ ফেসবুকে পোস্ট করেন। ঘটনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করে।
তিনি আরো বলেন, এ ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকে ডিএমপির লালবাগ বিভাগের কয়েকটি টিম অভিযুক্তদের নজরদারিতে রাখে। ভিকটিমের মা তাহমিনা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল ১৬ মার্চ কুমিল্লার কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করেন। এরপর কুমিল্লার কোতোয়ালী থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে লালবাগ বিভাগের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদেরকে আজ কুমিল্লার কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।