ডিএমপি নিউজ: আসন্ন শুভ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকবাজারের জরি ব্যবসায়ী সমিতি এবং খুচরা বার্থডে আইটেম বিক্রয়কারী দোকানীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
গতকাল সোমবার লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ীরা জানান, বর্তমানে চকবাজারে পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পটকা, আতশবাজী এবং ফানুস বিক্রি বন্ধ রয়েছে। আতশবাজী বাংলাদেশে উৎপন্ন হয় না, দেশের বাইরে থেকে আসে। ব্যবাসায়ীরা জানান, কুমিল্লা এবং বগুড়ার চুড়িপট্টি থেকে ভারতীয় আতশবাজীর বিভিন্ন পথে ঢাকায় আসে এবং ঢাকার ওয়ারী, পল্লবী, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, যাত্রাবাড়ী, উত্তরা ও ঢাকা জেলার কেরানীগঞ্জের কিছু কিছু এলাকায় খুচরা বিক্রি হয়। এছাড়াও কিছু বিক্রেতা অনলাইনে এগুলো বিক্রি করে থাকেন। ভবিষ্যতে এ ধরনের পণ্য ক্রয়-বিক্রয় হতে ব্যবসায়ীরা বিরত থকবেন এবং কেউ বিক্রি করলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন মর্মে সভায় উপস্থিত ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।