জরুরিভিত্তিতে আরও তিন লাখ মেট্রিক টন চাল আমদানি করার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, পরপর দুবার বন্যা হওয়ার কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চাল আমদানি করা হবে। এছাড়া বেসরকারি খাতে চাল আমদানিকে উৎসাহিত করতে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়েছে।
আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মেট্রিক টন চাল ৪৫৩ ইউএস ডলার হিসেবে আড়াই লাখ টন চাল কম্বোডিয়া থেকে আমদানি করা হবে। সে হিসেবে এই পরিমাণ চালের দাম পড়বে বাংলাদেশি টাকায় মোট ৯৩৯ কোটি ৯৭ লাখ টাকা।
এছাড়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স রেজিংটন এন্টারপ্রাইজ লিমিটেড থেকে প্রতি মেট্রিক টন চাল ৪০৭ দশমিক ৮৯ ইউএস ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন নন–বাসমতি সিদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্তও নেয়া হয়। এতে খরচ পড়বে ১৬৯ কোটি ২৭ লাখ টাকা।
এছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনে জরুরিভাবে কম্বোডিয়া থেকে চাল আমদানি করতে চাইলে দরপত্র আহ্বান ব্যতিতই আরও আড়াই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।