শ্রীলংকায় জারিকৃত জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সরকার। রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত গেজেটে সই করেন। শ্রীলংকার মধ্যাঞ্চলে দাঙ্গার কারণে গত ৬ মার্চ থেকে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিলো।
ভারত ও জাপান সফর শেষে প্রেসিডেন্ট সিরসিনা দেশে ফিরেই জরুরি অবস্থা প্রত্যাহারের গেজেটে সই করেন। তার সেক্রেটারি আস্টিন ফার্নান্ডো এ কথা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন।
দেশটিতে তামিল টাইগারদের সাথে চলা গত ৩০ বছরের সহিংসতা ২০০৯ সালে শেষ হবার পর এ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়।
চলতি মাসের শুরুতে ক্যান্ডিতে প্রথম জাতিগত সংঘাত শুরু হয়। এতে তিনজন নিহত, বেশ কয়েকজন আহত ও শতাধিক বাড়ি–ঘর, দোকান–পাট ও মসজিদ, মন্দির ক্ষতিগ্রস্ত বা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সহিংসতার জের ধরে ২৮০রও বেশি লোককে গ্রেফতার করা হয়। বর্তমানে ক্যান্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।