জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কেবলমাত্র বিদেশের দিকে চেয়ে না থেকে, নিজেও তহবিল গঠন করছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি বলেন, জলবায়ুপরিবর্তনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে। সারাবিশ্ব এ নিয়ে ভাবনায় রয়েছে এবং তা উত্তরণের চেষ্টা করছে। তবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, বাংলাদেশ এখন আর বহির্বিশ্বের ওপর তাকিয়ে থাকবে না। একই সঙ্গে সরকার নিজেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট তহবিল গঠন করছে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আয়োজনে তিন দিনব্যাপী গ্রীন কনভেনশন এন্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশবান্ধব শিল্প ও অবকাঠামো খাতে অর্থায়নের উদ্দেশ্যে গঠিত বিআইএফএলএল প্রচলিত চিমনি নির্ভর ইটভাটায় পরিবেশের বিরুপ প্রতিক্রিয়ার বিষয়ে সচেতনতা তৈরি এবং সেই সাথে পরিবেশবান্ধব ও জ্বালাডন সাশ্রয়ী নির্মাণ সামগ্রীর প্রযুক্তি প্রসারে এ সম্মেলনের আয়োজন করেছে।
বিআইএফএফএল পরিচালক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান, এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ, ঢাকায় চায়না দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান প্রমুখ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। এখনও অনেক শিল্প কারখানা ও ইটভাটা সরকারি বাধ্যকতা মানছে না। বিআইএফএফএল-এর মাধ্যমে বেসরকারি উদ্যোগ এবং শিল্প কারখানাকে সবুজায়নের ব্যাপারে সরকার উৎসাহ দিচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন,যেসব শিল্প কারখানা সবুজয়ানের নিয়ম মেনে চলবে না, তাদের ঋণ না দেয়ার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির ১০ শতাংশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যয় করার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। এই ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংক আগামী তিন বছরে ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে বলে তিনি জানান।
অনুষ্ঠান শেষে গ্রীন কনভেনশন এন্ড এক্সপোর উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।এক্সপো চলবে আগামী সোমবার পর্যন্ত।