বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ডেনমার্ক সরকার ৩০ মিলিয়ন ডেনিশ ক্রোন বা ৩৯ কোটি টাকার অনুদান দেবে।এই অনুদান দিয়ে জলবায়ু সংশ্লিষ্ট একটি প্রকল্প বাস্তবায়ন হবে,যার মোট ব্যয়ের পরিমাই দাঁড়াবে ৬৫ কোটি টাকা। এর বাকী অর্থ ২৬ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে দু’দেশের সরকারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিতি উইনথার নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনীয় অবকাঠামো যেমন সাইক্লোন সেল্টার, সামাজিক প্রতিষ্ঠান,গ্রাম্য বাজার এবং মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হবে। এটি নোয়াখালী ও লক্ষীপুর জেলায় বাস্তবায়ন হবে।এছাড়া নিরাপদ,স্যানিটেশন এবং পানি সরবরাহ নামক একটি স্বায়ত্বশাসিত অলাভজনক আর্থিক প্রতিষ্ঠান বাস্তবায়ন করা হবে।
এর মাধ্যমে উপকূলীয় অঞ্চল নোয়াখালী, লক্ষীপুর এবং পটুয়াখালী জেলায় জলবায়ু সহনীয় পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ প্রদান করা হবে।