ডিএমপি নিউজঃ ১৫ আগস্ট, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির বামাকোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ‘বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট’ (ব্যানএফপিইউ-১)।
রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে, বিনম্র শ্রদ্ধা জানান ‘বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট’ (ব্যানএফপিইউ-১)এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার বেলাল উদ্দিন । ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময়ে কন্টিনজেন্ট এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বাদ আসর দোয়া মাহফিলে জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগিফিরাত কামনা করা হয়।