ডিএমপি নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (৮ আগস্ট ২০২২) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) ও মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (তিন থেকে আট বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আয়েশা ফরহাদ, নুবাইদুর রহমান মিহরান ও আনুশি আরাফাত। ‘খ’ গ্রুপে (৯ থেকে ১৩ বছর) প্রথম, হয়েছেন সাইয়্যেদ মুহাম্মদ রাকীন সালেহ, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন কাজী মুশফিকুর রহমান রাতুল, কানিজ ফাতেমা ঐশী ও তৃতীয় হয়েছেন তাওসিয়া তাবাসসুম রায়া। ‘গ’ গ্রুপে (১৪ থেকে ১৮ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রিদিকা নাজনীন, ইশরাত জাহান ও ফাহমিদা আক্তার লামিয়া।
রচনা প্রতিযোগিতায় এস পি হতে তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে প্রথম হয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, দ্বিতীয় হয়েছেন নওগাঁ জেলার সরকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জান ও তৃতীয় হয়েছেন গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, পিপিএম। এসআই/সার্জেন্ট হতে ইন্সপেক্টরদের মধ্যে প্রথম হয়েছেন নৌ পুলিশ, ঢাকার উপ-পুলিশ পরিদর্শক তানজিল হুদা, দ্বিতীয় হয়েছেন পুলিশ কার্যালয় ঢাকার উপ-পুলিশ পরিদর্শক বিকর্ণ কুমার বিশ্বাস ও টাঙ্গাইল জেলার পুলিশ পরিদর্শক হৃদয় মাহামুদ চয়ন। কনস্টেবল হতে এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন গাইবান্ধা জেলার এএসআই আমিনুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন পুলিশ স্টাফ কলেজের এএসআই ফিরোজ আলম ও তৃতীয় হয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের কনস্টেবল মেহেদী হাসান। সিভিল স্টাফদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সবুজ মাহমুদ, এসবির উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর ও সিআইডির অফিস সহকারী ভারতী রানী পাল।
কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে র্যাব হেডকোয়ার্টার্স এর এসআই মোঃ মাজেদুল ইসলাম, শিবালয় থানার এসআই মোঃ আরিফুল ইসলাম ও এসবির এসআই মির জুবায়ের হোসেন। কনস্টেবল হতে এএসআইদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পুলিশ স্টাফ কলেজের কনস্টেবল মেহেদী হাসান, ৫ এপিবিএন এর কনস্টেবল মোঃ মেহেদী হাসান ও ডিএমপির নারী কনস্টেবল শাহিনুর স্বর্ণা। সিভিল স্টাফদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ঢাকা রেঞ্জ অফিসের অফিস সহকারী সিরাজ আহমেদ, ডিএমপির বিক্রয় সহকারী কোহিনুর আকতার ও ঢাকা রেঞ্জ অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান।