জাতিসংঘের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। এ দলের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের পাবলিক আউটরিচ অ্যাডভাইজার সভেতলানা গালকিনা। অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন জাতিসংঘের ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের লার্স জোসেফ আলফোনস ডি গিয়ার ও ইয়াও ইভরাড কুয়াডিও। সংস্থাটির আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়ার্ট কিনসেও এতে উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৫ জুলাই ঢাকায় আসে এই প্রতিনিধিদলটি। মূলত আগামী নির্বাচনে বাংলাদেশের কী ধরনের সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করার জন্য বাংলাদেশে আসেন তারা। নির্বাচন কমিশনের সাথে দেখা করার আগে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ২০ জুন রবার্ট ডি ওয়ার্ট কিনসের নেতৃত্বে প্রায় ২০ জন প্রতিনিধি ইসির সঙ্গে বৈঠক করে। সেখানে কয়েকটি দেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। বৈঠকে মানসম্মত এনআইডি, ভোটার সচেতনতা কার্যক্রম, কর্মকর্তাদের প্রশিক্ষণসহ ১০ ধরনের কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছিল ইসির পক্ষ থেকে। সেই বৈঠকের ধারাবাহিকতায় প্রতিনিধিদলটি ঢাকায় আসে।
ইসি সূত্র জানায়, এ প্রতিনিধি দলটি ফিরে যাওয়ার পর আরো একটি দল ঢাকায় আসবে। ওই দলটি নির্বাচন কমিশনের চাহিদা সম্পর্কে ইআরডিসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে। -ইত্তেফাক