জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলায় এনামুল হক বিজয়ের পর ডাবল সেঞ্চুরি হাঁকালেন রংপুরের নাসির হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন নাসির। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। ২৪৮ রানে অপরাজিত আছেন নাসির।
এদিকে ১৩৯ ওভারে রংপুর বিভাগের সংগ্রহ ৪ উইকেটে ৫৩৫ রান। নাসিরের সাথে ক্রিজে আছেন আরিফুল হক। ১৫৪ রানে অপরাজিত আছেন আরিফুল।
লিগের শেষ রাউন্ডের অপর খেলায় আজ ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়ও। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এনামুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে ২০২ রান করে আউট হন খুলনার ক্রিকেটার বিজয়।