জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক মোঃ মহসিন (৬১) নিখোঁজ হয়েছেন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল গেঞ্জি ও সাদা-কালো চেক ট্রাউজার।
রমান থানা সূত্রে জানা যায়, রাজধানীর মালিবাগের নিজ বাসা থেকে গত ২৯ আগস্ট ২০২৪ কাউকে কিছু না বলে বেরিয়ে যান মোঃ মহসিন । এরপর আর বাসায় ফেরেননি তিনি। দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন ৯০ দশকের এ বিখ্যাত ফুটবলার। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বোন রুমা ফেরদৌসী। জিডি নং- ৩৯৪, তারিখ- ০৫/০৯/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ ফুটবলার মোঃ মহসিন এর সন্ধান জেনে থাকলে রমনা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান (০১৭১১-৩১৫৮২৬), অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৪৯২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।