দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রী পাস ও ২০১৬ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।