শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ (Step Ahead Bangladesh) এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
স্টেপ অ্যাহেড বাংলাদেশ আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) দুপুরে রাজধানীর সরদার বাড়ি, দক্ষিণ খান এ মাদরাসাতুর রহমান আল এরাবিয়ায় এ কার্যক্রম পরিচালনা করে।
স্টেপ অ্যাহেড বাংলাদেশ এর কোমলমতি শিশু-কিশোরেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শতাধিক এতিম ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করে। পরে তারা দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শণ করে।
উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন Step Ahead Bangladesh সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সদস্যরা আজকে এ কর্মসূচির আয়োজন করে।