আজ বিকেলে সংসদ ভবনে সাংবাদিক গ্যালারী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
সংসদ ভবনে রাষ্ট্রপতি’র বক্স থেকে কিছু সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন দেখার পর তিনি সাংবাদিক গ্যালারী পরিদর্শনে যান। তিনি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার খবর সংগ্রহরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয় সংসদ ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।