স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অন্যতম অঙ্গ লিওনেল মেসি। ১৩ বছর বয়সে কাতালানদের দলটির হয়েই ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টাইন এই ফুটবলার। মেসির হাত ধরেই দলটি পৌঁছে যায় এক অন্য উচ্চতায়। রেকর্ড যেন হয়ে ওঠে মেসির প্রতিশব্দ।
বার্সেলোনার হয়ে ৮৫টি ভিন্ন ক্লাবের বিপক্ষে খেলেছেন মেসি। এরমধ্যে ৮৪টি দলের বিপক্ষে জয় পেয়েছেন তিনি। তবে মাত্র একটি ক্লাবের বিপক্ষে জয় বঞ্চিত মেসি। একমাত্র ইউডিএ গ্রামেনেটের বিপক্ষেই জয় পাননি মেসি। বর্তমানে স্পেনের ‘বি’ ডিভিশনে খেলছে ক্লাবটি। গ্রামেটেনের বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত বার্সেলোনার মূল দলের হয়ে খেলা শুরু হয় মেসির।
২০০৪-০৫ মৌসুমে কোপা দেল রের সেই ম্যাচে গ্রামেনেটর কাছে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এরপর আর কোনো দিনই এই ক্লাবটির বিপক্ষে খেলা হয়নি মেসির।