নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে আবারও মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী। এসময় জাপান সাগরে পৌঁছে যায় তারা। বেইজিংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফাইটার ও বম্বার নিয়ে ওই মহড়া চালায় তারা। চীনের এয়ার ফোর্সের মুখপাত্র জানিয়েছেন, এই মহড়া পূর্বপরিকল্পিত। এ সাগর যে জাপানের নয়, সেকথাও উল্লেখ করে চীন।
এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি এসইউ-৩০, দুটি এইচ-৬ বম্বার ও একটি টিইউ-১৫৪ বিমান ছিল ওই মহড়ায়। সিওলে দক্ষিণ কোরিয়ার যুগ্ম প্রধান বলেন, কোরিয়ার এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল চীনের যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে কোরিয়ান ফাইটার জেট পাঠিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে জাপানের সমুদ্রসীমায় প্রবেশ করে চীনের যুদ্ধজাহাজ। পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপ নিয়ে চীন-জাপানের বিবাদ দীর্ঘদিনের। সেই বিতর্কিত সমুদ্রসীমায় চীনের তিনটি যুদ্ধজাহাজ এক ঘণ্টারও বেশি সময় ধরে ছিল বলে দাবি জাপানের। জাপানের সমুদ্রসীমা অতিক্রম করা কিংবা সেনকাকু দ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজের আনাগোনার বিষয়ে বেইজিংয়ের বক্তব্য, ওইগুলো সাধারণ চীনা লাইনার, স্বাভাবিক নিয়মেই চলছিল।