জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে দুইটি উড়োজাহাজে করে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার ভোররাতে টোকিওর হ্যানেডা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের সরকারের পাঠানো বিমান ছেড়ে যায় বলে জানাচ্ছে কিওডো নিউজ এজেন্সি।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার কারণে জাপানের ইয়োকোহামা বন্দরে গত ৩রা ফেব্রুয়ারি থেকে আটকে আছে ডায়মন্ড প্রিন্সেস।
এদিকে চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা সর্বশেষ ১৭ হাজারে পৌঁছানোর প্রেক্ষাপটে বিশ্ব জুড়ে এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠা বেড়েই চলেছে।
চীনে এ পর্যন্ত ৭০ হাজার ৫শ’ জনেরও বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত জাপানের ওকোহামায় বিচ্ছিন্ন থাকা ডায়ামন্ড প্রিন্সেস প্রমোদতরীতে। সেখানে দুই সপ্তাহ ধরে যাত্রীদের পৃথক রাখা হলেও ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জাহাজটি নিয়ে জাপানের ব্যবস্থাপনার ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ফিরিয়ে নেয়ার পর কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ইসরাইল এবং হংকং ওয়াশিংটনের পথ অনুসরণের আগ্রহ প্রকাশ করছে।