জাপানের উপকূলে ভেঙে পড়ল দুটি মার্কিনি যুদ্ধবিমান ৷ এই ঘটনায় ৬জন মার্কিন নৌসেনা নিখোঁজ ৷ সংবাদসংস্থা এএফপিকে দেওয়া তথ্যে এমনই জানিয়েছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ৷
এফ-১৮ ফাইটার ও সি-১৩০ ট্যাঙ্কার বৃহস্পতিবার রাত দুটো নাগাদ জাপান উপকূল থেকে ২০০ মাইল দূরে ভেঙে পড়ে ৷ মার্কিন যুক্তরাষ্টের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷ সংবাদসংস্থার তথ্য অনুযায়ী এই যুদ্ধবিমান দুটি দক্ষিণ জাপানের আইওয়াকুনি নৌসেনা ঘাঁটি থেকে উড়ান শুরু করে ৷ কিন্তু তারপরেই এই বিমানদুটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি ৷ পরে বিমানদুটি ভেঙে পড়ার খবর মেলে ৷ যদিও বিমানে থাকা নৌসেনাদের খোঁজ এখনও মেলেনি ৷
জাপান সেল্ফ ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে নৌসেনার একজনকে উদ্ধার করা গিয়েছে ৷ তবে বাকিদের খোঁজ নেই ৷ আহত ওই সেনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ নিখোঁজ সেনাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে জানানো হয়েছে ৷
সি-১৩০ যুদ্ধবিমানটিতে ৫ নৌসেনা ছিলেন ৷ অন্যদিকে এফ-১৮ বিমানটিতে দুজন ছিলেন ৷ জাপান সরকারের পক্ষ থেকে নিখোঁজদের উদ্দ্যেশে চারটি নৌবিমান ও তিনটি জাহাজ তল্লাশির কাজে লাগানো হয়েছে ৷
বিমানদুটি রুটিন মাফিক মহড়া চালাচ্ছিল বলেই খবর ৷ কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার খবর এখনও মেলেনি ৷
এর আগে, জুন মাসেও জাপানের উপকূলে ভেঙে পড়ে মার্কিন ফাইটার জেট F15 ৷ পাইলটকে জাপানি ফোর্স উদ্ধার করতে পারে ৷ জাপানি সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকার কাদেনা এয়ারবেসের বিমান ছিল এটি। নাহার ৮০ কিলোমিতার দক্ষিণে এই ঘটনা ঘটে।