জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জেইউএসসি ন্যাশনাল সাইন্স ফেস্ট-২০১৮’।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে টেকসই উন্নয়ন প্রকল্পের (এসডিজি) প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ এ মেলার উদ্বোধন করেন।
জাবি সায়েন্স ক্লাবের সভাপতি শাহারিয়ার কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জেইউএসসির উপদেষ্টা অধ্যাপক মো. খবির উদ্দিন প্রমুখ।