দীর্ঘ ১২ দিনের শীতকালীন ছুটি শেষে রবিার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খুলছে। রবিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ছিল। নিয়মানুযায়ী ৫ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ওইদিন শুক্রবার ও শনিবার ছুটিরদিন থাকায় রবিার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা শুরু হবে। শীতকালীন ছুটি চলাকালীন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও খোলা ছিল আবাসিক হলসমূহ।