ডিএমপি নিউজঃ বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফলেটসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মোঃ শাহজাহান খান, মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, থানা কর্মপরিষদ সদস্য ও ৬২ দক্ষিণ ওয়ার্ড সভাপতি এবং যাত্রাবাড়ী থানা বায়তুল মাল সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ৬২ দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন এবং ৬৫ ওয়ার্ড অটোরিক্সা শ্রমিক ইউনিট সভাপতি মোঃ আব্দুর রহমান ফরায়েজী। এ সময় তাদের হেফাজত থেকে জামায়াতে ইসলামের বিপুল পরিমাণ বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় রহমতপুর ইমন হাউজের নিচ তলায় বাংলাদেশ জামায়াত ইসলামের বেশ কিছু নেতাকর্মী গোপনে তাদের মাসিক দলীয় সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ সময় জামায়াতে ইসলামের বিভিন্ন উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।