জার্মান লিগায় জয় পেয়েছে উলফসবার্গ। ওয়েডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়েছে দলটি। মাঝারি শক্তির উলফসবার্গের বিপক্ষে নিজেদের মাঠে শুরু থেকেই সমানতালে লড়তে থাকে নিচের সারির দল ওয়েডার ব্রেমেন। ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে উলফসবার্গ। ৮২ মিনিটে উইর্ঘোস্টের গোলে জয়ের দেখা পায় অতিথিরা। এদিকে ইউনিয়ন বার্লিনের সাথে ১-১ গোলে ড্র করেছে শালকে, অন্যদিকে আউসবার্গ ও কোলোনের মধ্যকার ম্যাচটিও শেষ হয় ১-১ গোলের সমতায়।