দুই ওপেনার যেভাবে ব্যাটিং করছিলেন তাতে করে ৩৭০ রান শ্রীলঙ্কার নাগালের মধ্যেই ছিল। কেউ কেউ আবার ৪০০ রানের স্বপ্নই দেখছিলেন। কিন্তু শেষদিকে জিম্বাবুয়ে বোলারদের দৃঢ়তায় পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে ৩০০ রানের মধ্যে আটকে দেয় লঙ্কানদের।
হাম্বানটোটায় টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নিরোশান দিকভেলা ও দানুসকা গুনাথিলাকার বিশ্বরেকর্ড জুটিতে কোনো উইকেট না হারিয়েই ২০০ রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা। তবে শেষদিকের হতাশাজনক ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০০ রানে আটকে যায় লঙ্কানদের। ৯ উইকেট হাতে থাকা সত্ত্বেও শেষ ৮৮ বলে মাত্র ৯১ রান তোলে স্বাগতিকরা।
ওয়ানডে ইতিহাসের প্রথম জুটি হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরির জুটি গড়ে বিশ্বরেকর্ড গড়েন গুনাথিলাকা ও দিকভেলা। এই দুজন ২১২ বলে ২০৯ রানের রেকর্ড জুটি গড়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুজ, উপুল থারাঙ্গা, আসেলা গুনারত্বে ও ভানিদু হাসারাঙ্গারা রান পাহাড় গড়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। আগের ম্যাচে ২২২ বলে ২২৯ রানের জুটি গড়েছিলেন দিকভেলা ও গুনাথিলাকা।
ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করা দিকভেলা ১১৮ বলে ৮টি চারের সাহায্যে ১১৬ রানের দারুণ ইনিংস খেলেন। অন্যদিকে গুনাথিলাকা ১০১ বলে ৭টি চারের সাহায্যে ৮৭ রানের ইনিংস উপহার দেন। এছাড়া ম্যাথুজ ৪০ বলে ৪২, থারাঙ্গা ২০ বলে ২২, হাসারাঙ্গা ১৭ বলে ১৯ এবং গুনারত্নে ৩ বলে ১ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন কিস্টোফার এমপুফু ও ম্যালকল ওয়ালার। একটি করে উইকেট নেন তান্ডাই চাতারা ও সিকান্দার রাজা।
পাঁচ ম্যাচ সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরবে লঙ্কানরা। ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে একমাত্র টেস্টে মুখোমুখি হবে।